বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘মানদাউস’। এই নামটি আরব আমিরাতের দেওয়া।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির কারণে ঘূর্ণিঝড় হতে পারে। যা ভারতে আঘাত হানতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে শীতের তীব্রতা বাড়তে পারে।
আবহাওয়া অধিপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, লঘুচাপটি মঙ্গলবারের (৬ ডিসেম্বর) মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরও শক্তি অর্জন করে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যা ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু উপকূলে আঘাত হানার শঙ্কা রয়েছে।
বজলুর রশীদ আরও জানান, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলেও বাংলাদেশে আঘাত হানার শঙ্কা নেই।
এর আগে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ ৭২ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।