• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০২:৩৬ পিএম
পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
ছবি : সংগৃহীত

আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন ভবনে কমিশনের সভায় এই উপনির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার (ইসি) সচিব জাহাংগীর আলম।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহার ৯ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর এবং ভোট অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। এই উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক।

নভেম্বরের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে এই উপনির্বাচনে কোনো সমস্যা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, “এটি একাদশ জাতীয় সংসদের নির্বাচন। আর সেটি হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। দুটি আলাদা বিষয়। তাই এতে সমস্যা হবে না।”

এর আগে ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। সংবিধানে কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বিধান আছে।

Link copied!