ব্যাংকিং সেক্টরে দুষ্টচক্র আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
সোমবার (৩ জুন) অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৪-২৫ : উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেট’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, “দুষ্টচক্র পেঁয়াজ, আলু, ডলারের বাজারে যেমন আছে, তেমনি ব্যাংকিং সেক্টরেও আছে। সম্প্রতি মালয়েশিয়ায় যেতে পারেনি বেশসংখ্যক কর্মীরা। সব জায়গায় বিরাজমান দুষ্টচক্র আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে চাই, তাহলে আগে এই দুষ্টচক্রকে রোধ করতে হবে। তা না হলে তারা যেভাবে বিভিন্ন বাজারকে দখলে নেওয়ার চেষ্টা করছে, আমাদের অগ্রগতি হবে না। সরকারকে যেটা চাচ্ছে, সেটাও হবে না। আমরা চাই দুষ্টচক্রকে দমন করে এগিয়ে যেতে।”
ড. কাজী খলীকুজ্জমান আহমদ আরও বলেন, “বাংলাদেশ অর্থনীতি সমিতি আমরা সবসময়ই স্বপ্ন দেখি স্বপ্ন দেখাতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের যতটুকু শক্তি আছে, সেভাবে কাজ করি। যেমন, আমরা পরামর্শ দিয়ে থাকি। অতীতেও আমরা দিয়েছি, আগামীতেও দিয়ে যাব। কিন্তু সেটা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, সিদ্ধান্ত বাস্তবায়ন করেন; তাদের ওপরে বোঝা যাবে তারা কাজটি করছেন কি না।”
































