• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঘরে মিলল নারীর মরদেহ, সঙ্গী পলাতক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৬:০১ পিএম
ঘরে মিলল নারীর মরদেহ, সঙ্গী পলাতক
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১ মে জামাল নামের রিকশাচালক ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে বাড্ডা থানাধীন সাতারকুলের পূর্ব পদরদিয়ায় একটি টিনের ঘরে ভাড়ায় ওঠেন। শনিবার সকালে বাড়ির মালিক ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে নারীকে বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে লাশে পচন ধরায় আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি জামাল নামের ব্যক্তিকেও খোঁজা হচ্ছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!