• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

টিকা না পেয়ে প্রবাসীদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ১২:৫৩ পিএম
টিকা না পেয়ে প্রবাসীদের বিক্ষোভ

প্রবাসীরা করোনাভাইরাসের টিকা না পেয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন।

এসএমএস জটিলতা কারণে বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে তারা বিক্ষোভ করেন।

প্রবাসীরা জানান, এসএমএস পেয়ে তারা বুধবার সকাল ১০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নিতে হাসপাতালে জড়ো হন। ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটির কারণে বুধবার টিকা দেওয়া হবে না তা কর্তৃপক্ষ অবগত করেনি।

টিকা না নিয়ে যাবেন না উল্লেখ করে প্রবাসী বলেন, “আমরা দূরদূরান্ত থেকে এসেছি। এখন টিকা না নিয়ে ফিরে গেলে আবার আমাদের দ্বিগুন খরচ হবে। সরকার এ বিষয়ে আগে থেকে ঘোষণা দিলে এই ভোগান্তি হতো না।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল মূলত মঙ্গলবার। সেটি পরিবর্তন হওয়ায় এসএমএস জটিলতা তৈরি হয়েছে। এখন তো আসলে টিকা দেওয়া সম্ভব নয়।

এসএমএসের কারণে ঝামেলাটা তৈরি হয়েছে বলে জানান খলিলুর রহমান।

ওই কর্মকর্তা আরও বলেন, “প্রবাসীদের আমরা বুঝিয়েছি। তাদের আরও বলা হয়েছে আগামীকাল অবশ্যই আপনারা পাবেন।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!