রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এরই মধ্যে বস্তির ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সোমবার (১৩ মার্চ) রাত ১০টা ২০ মিনিটের দিকে কুনিপাড়া বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করেছে দমকলের ১১টি ইউনিট। আগুনে টিনশেডের ১১টি বাড়ি পুড়ে গেছে, যেখানে প্রায় ৫০টি ঘর ছিল বলে তারা জানতে পেরেছেন।
বস্তিটিতে টিন ও কাঠ দিয়ে তৈরি দোতলা, তিনতলা ও চারতলা বাড়ি রয়েছে। এ কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান সেখানকার বাসিন্দারা।
স্থানীয়রা জানিয়েছেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে প্রায় দুই থেকে আড়াই হাজার পরিবারের বসবাস। তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিয়ে মূলত নিম্ন আয়ের লোকজন এ বস্তিতে থাকেন। এতে কয়েক হাজার ঘর রয়েছে।