• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

রাজধানীতে গণপিটুনিতে ২ যুবক নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৯:১৫ এএম
রাজধানীতে গণপিটুনিতে ২ যুবক নিহত
ছবি : সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর সিলেটিবাজার এলাকায় গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ বলছে, হতাহতেরা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক নাদিম (৩৫) ও মাসুদ (২৯) নামের দুজনকে মৃত ঘোষণা করেন। সোহাগ (২৮) নামের একজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলে‍টিবাজার এলাকায় তিন সন্ত্রাসীকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং হাসপাতালে দুজনকে নিলে সেখানে একজন মারা যায়।

ওসি বলেন, হতাহতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও হতাহতরা পলাতক ছিলেন। বুধবার রাতে এক মামলার বাদীকে হুমকি দেওয়ার সময় স্থানীয় জনতা তিনজনকে পিটুনি দেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!