• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

ফিল্মি কায়দায় পুলিশকে ধোঁকা দিয়ে ভারতে পালাল হামলাকারী, সেলফি পাঠানোর অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:৫৬ এএম
ফিল্মি কায়দায় পুলিশকে ধোঁকা দিয়ে ভারতে পালাল হামলাকারী, সেলফি পাঠানোর অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার পর আততায়ীদের পালানোর কৌশল রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। তদন্তসংশ্লিষ্টদের ভাষায়, পুরো ঘটনাপ্রবাহ যেন কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার পরপরই প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেনকে শনাক্ত করে তাদের গতিবিধি প্রযুক্তির মাধ্যমে ট্র্যাক করা হচ্ছিল। তবে সন্দেহভাজনরা অভিনব কৌশলে পুলিশকে বিভ্রান্ত করে। তারা নিজেদের মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইস সচল রাখলেও সেগুলো সঙ্গে বহন করেনি। বরং ডিভাইসগুলো রাজধানীর বিভিন্ন স্থানে চালু রেখে অবস্থান বদল করানো হয়।

পুলিশ যখন প্রযুক্তিগত তথ্যে ভর করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল, ঠিক সেই সময় সন্দেহভাজনরা রাজধানী ছেড়ে অনেক দূরে সরে যায়। তদন্ত অনুযায়ী, হাদিকে গুলি করার পর পল্টনের কালভার্ট রোড থেকে মোটরসাইকেলে নয়াপল্টন, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও আগারগাঁও হয়ে তারা মিরপুরে পৌঁছায়। এরপর বাহন পরিবর্তন করে ঢাকার বাইরে চলে যায়।

আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত এলাকার স্থানীয় সূত্র জানায়, মিরপুর থেকে তারা প্রাইভেটকারে আশুলিয়া ও গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছায়। সেখানে ব্রিজপাড় এলাকা থেকে আরেকটি প্রাইভেটকারে করে হালুয়াঘাটের উদ্দেশে যাত্রা করে। হালুয়াঘাটের ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে গাড়ি রেখে তিন যুবকের সহায়তায় মোটরসাইকেলে করে তারা ভুটিয়াপাড়া সীমান্ত এলাকায় পৌঁছায়।

সীমান্তে কিছু সময় অবস্থানের পর রাত আনুমানিক আড়াইটার দিকে তারা ভুটিয়াপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা এলাকায় প্রবেশ করে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, গতকাল পর্যন্ত তারা ওই এলাকাতেই অবস্থান করছিল।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দাবি সামনে এসেছে। প্রবাসী সাংবাদিকদের সূত্রে জানা গেছে, ভারতে পৌঁছানোর পর ফয়সাল করিম মাসুদ সেলফি তুলে তা বিভিন্ন নম্বরে পাঠিয়েছেন—যা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হামলার পর থেকেই সন্দেহভাজনদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা, সীমান্তে সতর্কতা এবং পাসপোর্ট ব্লক করার উদ্যোগের মধ্যেই তারা দেশ ছাড়তে সক্ষম হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র দুই সন্দেহভাজনের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি আসেনি।

এর আগে রোববার হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের তথ্য জানায় পুলিশ।

এদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

প্রেস উইংয়ের তথ্যমতে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর এবং হাদির পরিবারের সদস্যদের সঙ্গে এক জরুরি টেলিফোন আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!