প্রথমবারের মতো বাংলাদেশে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন (এলএমও) সরবরাহ করেছে ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেন।
গত ২৪ এপ্রিল থেকে ভারতে এই বিশেষ অক্সিজেন ট্রেন পরিসেবা শুরু হয়। এই সেবায় ৪৮০ টি এক্সপ্রেস ট্রেন যুক্ত আছে। যদিও এবারই প্রথম প্রতিবেশী দেশে সেবা দিচ্ছে ভারতের অক্সিজেন এক্সপ্রেস।
২৪ জুলাই চক্রধরপুর বিভাগে সাউথ ইস্টার্ন রেলওয়ের অধীনে টাটার প্ল্যান্ট থেকে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেনের প্রথম চালান বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশ পৌঁছায়। এটি বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে তরল অক্সিজেনের যোগানকে আরও সমৃদ্ধ করবে বলে আশা জানিয়েছে ভারত সরকার।
আনুষ্ঠানিক বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো ও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করাই এই এই প্রকল্পের মূল লক্ষ্য।
নিজ দেশের করোনা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকেও চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানায় কেন্দ্র সরকার।






























