খুলনা-১ আসনে জামায়াতের হিন্দু প্রার্থীর নাম ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১০:২৩ পিএম
খুলনা-১ আসনে জামায়াতের হিন্দু প্রার্থীর নাম ঘোষণা

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে দলীয় প্রার্থী করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জামায়াতের খুলনা কার্যালয়ে দলটির খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ বিষয়ে কৃষ্ণ নন্দী টিবিএসকে বলেন, 'আজ বিকেল আনুষ্ঠানিকভাবে আমার প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আমি আগামীকাল থেকে নির্বাচনী মাঠে কাজ করা শুরু করব।'

পেশায় ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গত এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় গোলাম পরওয়ারের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গেছে। তার নেতৃত্বে প্রতিটি সমাবেশেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সরব উপস্থিতি ছিল।

এর আগে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে গত বছরের ৫ আগস্টের পর তিনি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একইসঙ্গে তিনি দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। 

যদিও সম্প্রতি এক সভায় কৃষ্ণ নন্দী দাবি করে বলেছেন, 'আমি ২০০৭ সাল থেকে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। গেল আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের সময়ে দলের নেতাকর্মীদের পাশে ছিলাম।'
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!