প্রবাসীরা দেশে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০২:৫৬ পিএম
প্রবাসীরা দেশে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশে আসার পর প্রথম ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই নিজস্ব স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে দেশে অবস্থান ৬০ দিনের বেশি হলে মোবাইল ফোন অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে—সরকারি এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রবাসীদের জন্য ফোন আনার নতুন নিয়ম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী—

বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা মোট তিনটি ফোন দেশে আনতে পারবেন। নিজের ব্যবহারের ফোন ছাড়া অতিরিক্ত দুটি নতুন ফোন আনতে পারবেন। চতুর্থ কোনো ফোন আনতে চাইলে শুল্ক পরিশোধ করতে হবে।

যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ফোনের পাশাপাশি মাত্র একটি অতিরিক্ত ফোন ট্যাক্স ছাড়াই আনতে পারবেন।

এ ছাড়া বিদেশ থেকে কেনা ফোনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ বিভিন্ন দেশের বিমানবন্দরে চোরাচালানকারীরা প্রবাসীদের অজান্তেই স্বর্ণ বা মূল্যবান মোবাইল বহনের চেষ্টা করে থাকে। তাই প্রয়োজনীয় কাগজপত্র থাকলে হয়রানি এড়ানো সম্ভব বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সভায় বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে আমদানি শুল্ক প্রায় ৬১ শতাংশ, যা কমানোর উদ্যোগ নেওয়ার ফলে বাজারে বৈধ ডিভাইসের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

সরকার মনে করছে— আমদানি শুল্ক কমানো হলে স্থানীয় কারখানায় উৎপাদিত ফোনের শুল্ক ও ভ্যাটও সমন্বয় করতে হবে, যাতে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হয়। এ বিষয়ে বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠক ইতোমধ্যে হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়েছে—আপনার অজান্তে আপনার নামে নিবন্ধিত সিম কোনো সাইবার অপরাধ, স্ক্যাম, অনলাইন জুয়া বা মোবাইল ব্যাংকিং প্রতারণায় ব্যবহৃত হচ্ছে কিনা সেদিকে সতর্ক থাকা জরুরি। নিজ দায়িত্বে সঠিকভাবে নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

সভায় জানানো হয়, দেশে বিদেশি পুরোনো ফোন কেসিং বদলে নতুনের মতো বানিয়ে বিক্রির যে প্রবণতা চলছে, তা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারত, চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইট শনাক্ত করে শিগগিরই বিমানবন্দর ও স্থলবন্দরে কাস্টমস অভিযান চালানো হবে।

প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫–এ ই-কেওয়াইসি ও আইএমইআই রেজিস্ট্রেশন সংক্রান্ত ডেটা সুরক্ষার বিশেষ বিধান যোগ করা হয়েছে। রেজিস্ট্রেশন তথ্য ফাঁস বা অপব্যবহার করলে আইনগত শাস্তির আওতায় আনা হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!