ঘটনাটা সত্যিই যেন সিনেমার মতো। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রবাসী প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। কিন্তু এই দেখা করতে যাওয়াই যে পাঁচ মাসের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনবে, তা নায়িকা নিজেও ভাবেননি! একান্ত কিছু মুহূর্ত কাটাতে গিয়ে এখন বিবাহিত ‘ডিপ ফ্রিজ’ খ্যাত এই নায়িকা।
ভারতীয় গণমাধ্যমের খবর, সেখানকার এক পাঁচতারকা হোটেলেই হয়েছে তাদের বিয়ের আয়োজন। সেখান থেকে বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল; যা এখন টালিগঞ্জে বেশ আলোচনায়।
জানা গেছে, পাত্রের নাম সুজিত বসু। পেশায় আইটি ইঞ্জিনিয়ার, থাকেন আটলান্টায়। দীর্ঘ ২৮ বছর ধরে প্রবাসী তিনি। সুজিতের সঙ্গে তনুশ্রীর পরিচয় অনেক দিনের হলেও প্রেমের বয়স মাত্র পাঁচ মাস। কিন্তু সেই পাঁচ মাসের গভীরতাই এবার আজীবনের বন্ধন হয়ে দাঁড়াল।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে তনুশ্রী বলেন, “ভাবনাটা ছিল শুধুই ঘোরার। সুজিতের সঙ্গে কয়েকটা দিন একান্তে সময় কাটাব, এই ভেবেই লাস ভেগাসে পা রাখা। বিয়ে করব, এটা স্বপ্নেও ভাবিনি।”
কিন্তু চমকের তখনও বাকি ছিল। নিছকই ঘুরে বেড়ানোর মাঝে হঠাৎ সুজিতের প্রস্তাব, “চলো, বিয়েটা সেরে ফেলি?” নায়িকার ‘হ্যাঁ’ বা ‘না’ বলার আগেই যেন জাদুর কাঠির ছোঁয়ায় সব প্রস্তুত হয়ে গেল। রাতারাতি ঠিক হয়ে গেল বিয়ের ভেন্যু, চলে এল স্বপ্নের মতো সুন্দর লেহেঙ্গা আর মানানসই গহনা। তনুশ্রীর ভাষায়, “সবটা এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। ঘোর কাটেনি। বিশ্বাসই হচ্ছে না যে ও রাতারাতি সব ব্যবস্থা করে ফেলল!”

































