অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাতে ফের জুটি বাঁধবেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। তবে বাজেটের এই সিনেমায় আকাশচুম্বী পারিশ্রমিক চাওয়ায় সেটা আর সম্ভব হয়নি।
এবার খবর, ঈদুল ফিতরের আরেক বাংলাদেশি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন কলকাতার এই নায়িকা। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
এর আগে এই পরিচালকের প্রথম ‘বরবাদ’ সিনেমাতেও নায়িকা ছিলেন তিনি। এবার এই নায়িকা সিয়াম আহমেদের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেলেও এখনই আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হয় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।
বলা দরকার, ইধিকা পালের আগে ‘রাক্ষস’ সিনেমাতে কাজ করার কথা ছিল সাবিলা নূরের।
তবে ঈদের অন্য একটি সিনেমার জন্য ‘রাক্ষস’ সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি।
চলতি মাসেই ‘রাক্ষস’ সিনেমার শুটিং শুরু হচ্ছে অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই সিনেমার। বাংলাদেশ ছাড়াও শুটিং হবে মালেশিয়া ও শ্রীলঙ্কায়।



































