রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরের দেয়ালে থাকা শেখ মুজিব রহমানের টেরাকোটা ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) একটি মিছিল থেকে ওই ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ১৫-২০ জনের একটি মিছিল ‘লীগ ধর, জেলে ভর’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসে এবং ভাঙচুর চালায়।
নাম গোপন রাখার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, যারা ভাঙচুর করছিল তারা যাওয়ার আগে নারায়ে তাকবির স্লোগান দিয়ে গেছে।
যদিও পাশেই দায়িত্বরত আনসার সদস্যরা কোনও মিছিল আসার বিষয়টি অস্বীকার করেন। তবে টেরাকোটা ভাঙা হয়েছে, সেটি দেখেছেন বলে জানান।
































