• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

আওয়ামী লীগকর্মী সন্দেহে রিকশাচালককে পিটুনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৭:০৮ পিএম
আওয়ামী লীগকর্মী সন্দেহে রিকশাচালককে পিটুনি

গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামের একজন রিকশাচালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দিয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

তার বাড়ি বরিশাল জেলার নেহালগঞ্জে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে। একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হয়।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে।

Link copied!