• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

মা হারালেন জায়েদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৭:২৫ পিএম
মা হারালেন জায়েদ খান

মারা গেছেন বলিউড অভিনেতা জায়েদ খানের মা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার মা-ও একজন বলিউড অভিনেত্রী জেরিন খান।  

জায়েদের পরিবার এক বিবৃতিতে তার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবারের মাঝে শান্তিপূর্ণ পরিবেশে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন’। এই শোকের সময় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ জানিয়েছেন জায়েদের পরিবার। 

জেরিন খান অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী। মৃত্যুকালে তিনি চার সন্তান সুজান খান এবং জায়েদ খান, ফারাহ খান আলি এবং সিমোন আরোরাকে রেখে গেছেন। সুজান খান হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী। 

জেরিন খান বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে—‘তেরে ঘর কে সামনে’, ‘এক ফুল দো মালি’ প্রভৃতি। পরে অভিনয় থেকে সরে গিয়ে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করেন। ‘ফ্যামিলি সিক্রেটস: খান ফ্যামিলি কুকবুক’ নামে একটি বইও রচনা করেছেন জেরিন খান। 

Link copied!