• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৯:৩১ পিএম
মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি।

মনোনয়ন ফরম নেওয়ার পর সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, অনেকে বলে আমরা নাকি মেম্বার ইলেকশনেও জিতব না। তাদের বলি, আজ এই কুমিল্লা-৪ আসনের মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে এই আসনটি আমার নিশ্চিত হয়ে গেল।

১৯৯৭ সালের ১৩ নভেম্বরের তিনি জন্মগ্রহণ করেন। ঘটনাক্রমে তার জন্মদিন আর মনোনয়ন নেওয়ার তারিখ একই দিনে। আজ তার ২৮ তম জন্মদিন।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসন হচ্ছে জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। এটি দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।

Link copied!