ঢাকার মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে শিয়ালবাড়ী এলাকার একটি ভবনে আগুনের সূত্রপাত ঘটে, যেখানে গার্মেন্টস কারখানার পাশাপাশি একটি কেমিক্যাল গুদামও ছিল।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম নিশ্চিত করেছেন, উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ১২টিরও বেশি ইউনিট এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনে থাকা বিভিন্ন দাহ্য রাসায়নিক দ্রুত বিস্তার ঘটায় আগুনের। এতে কারখানার কর্মীরা বের হতে না পেরে ভবনের ভেতরেই আটকে পড়েন এবং ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে ৬ থেকে ৭ ধরনের দাহ্য কেমিক্যাল সংরক্ষিত ছিল, যার মধ্যে কিছু ছিল অতিমাত্রায় বিস্ফোরণপ্রবণ। এই ধরনের কেমিক্যাল সাধারণত নিরাপদ ও আলাদা স্থানে সংরক্ষণ করা বাধ্যতামূলক হলেও, গার্মেন্টস কারখানার পাশেই গোডাউনটি পরিচালিত হচ্ছিল।
এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। গুরুতর দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভবনে প্রচণ্ড ধোঁয়া এবং রাসায়নিকের উপস্থিতির কারণে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধারকাজ চালাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এখনও ভবনের ভেতরে তল্লাশি ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।