• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৫:০৭ পিএম
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা
লোগো

ঢাকা সেনানিবাসের ‘এমইএস’ ভবন নম্বর ৫৪-কে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮-এর ৫৪১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘দ্য প্রিজনস অ্যাক্ট, ১৮৯৪’-এর ধারা ৩(বি) অনুসারে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস’ ভবন নম্বর ৫৪ সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

৮ অক্টোবর গুম–নির্যাতনের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জিয়াউল আহসানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় আসামি করা হয়েছে বেশ কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাকে।

১১ অক্টোবর এক ব্রিফিংয়ে সেনা সদরের অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ জামান জানান, গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন হেফাজতে এবং ১ জন নিখোঁজ। 

Link copied!