• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকায় কত দিন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৪:২৫ পিএম
ঢাকায় কত দিন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণ হয়েছে। আজও (১ আগস্ট) ঢাকায় থেমে থেমে সারাদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১ আগস্ট) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কাজী জেবুন্নেছা বলেন, “এখন ফুল মনসুন (বৃষ্টির ভরা মৌসুম)। শ্রাবণ মাসের শেষার্ধে বৃষ্টিটা বেশি থাকতে পারে। আজ ঢাকায় দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।”

বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার।

আজ ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হতে পারে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!