• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

হজ পালন করতে গিয়ে ১১৪ বাংলাদেশির মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ১২:৩০ পিএম
হজ পালন করতে গিয়ে ১১৪ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। এবার হজে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৪ জন বাংলাদেশির।

রোববার (২৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এসব তথ্য জনানো হয়।

এতে বলা হয়, শনিবার (২২ জুলাই) রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৩৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১০৫টি, সৌদি এয়ারলাইন্সের ৮৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪০টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

এদিকে, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৮৯ এবং মহিলা ২৫ জন। মক্কায় মারা গেছেন ৯৪ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন মারা গেছেন।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রাহ্য করা হয় না।

উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

Link copied!