বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধিদলের বক্তব্যের সময় বাংলাদেশসহ বেশকিছু দেশ ওয়াকআউট করেছে। কিন্তু কিছু মহল তাৎক্ষণিক এ ওয়াকআউটকে ভুলভাবে ব্যাখ্যা করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত চতুর্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরায়েলি প্রতিনিধিদলের বক্তব্যের সময় বেশকিছু দেশের প্রতিনিধি তাৎক্ষণিক ওয়াকআউট করে। কিন্তু এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে কিছু মহল। কারণ বাংলাদেশ প্রতিনিধিদলও ওয়াকআউটকারী দেশগুলোর মধ্যে ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিন সংকট, ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান সুপরিচিত। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে যে, এই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।
এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়, ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যের সময় অনেক দেশ ওয়াকআউট করে সম্মেলন থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশের কূটনীতিক সেখানে বসেছিলেন এবং ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যকে সমর্থন করেছেন।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























