• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৪:৩৮ পিএম
লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি
লেবাননে থাক বাংলাদেশিরা। ফাইল ফটো

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ৯টায় তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

শনিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

লেবানন থেকে ফেরত আসা এই বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এসময় আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে ৫ হাজার টাকা পকেট মানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এখন পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এদিকে লেবাননে বোমা হামলায় এখন পর্যন্ত এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!