২৫তম বিসিএস প্রশাসন ক্যাডার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. সগীর হোসেনকে সভাপতি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকাস্থ বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ২৫তম ব্যাচের কর্মকর্তাদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যদের মধ্যে রয়েছেন, সহসভাপতি সেলিম আহমদ, এ বি এম এহছানুল মামুন ও মো. নুরুল হাফিজ, যুগ্ম সম্পাদক মো. জয়নুল আবেদিন, কোষাধ্যক্ষ তারেক মোহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হাসান হাবিব ও শাহেদ মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এটিএম শরিফুল আলম, ইভেন্ট ও সাংস্কৃতিক সম্পাদক মো. ছাদেকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সাইয়েদ এ জেড মোরশেদ আলী, মহিলাবিষয়ক সম্পাদক তাহসিনা বেগম, গবেষণাবিষয়ক সম্পাদক ড. সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম এবং নির্বাহী সদস্য ফরিদা খানম, বেগম মিনারা নাজমীন, ইমিতিয়াজ মাহমুদ জুয়েল, আশরাফুল আফছার, ফাতেমা তুল জান্নাত, আফিয়া আখতার, মো. মঈনুল হাসান, আলীমুন রাজীব, মো. হেমায়েত উদ্দীন ও মো. নুরুল করিম ভূঁইয়া।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























