স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যক্তিশ্রেণির করদাতাদের এ বছরও আয়-ব্যয় তুলে ধরে আয়কর রিটার্ন জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যেই। এ সময়সীমা শেষ হতে আর মাত্র বাকি ১০ দিন।
এখন দেশে টিআইএনধারীর সংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ। যাদের করযোগ্য আয় রয়েছে, তাদের জন্য রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। জাতীয় রাজস্ব বোর্ড অনুরোধ করেছে যে সবাই যেন ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাখিল করেন।
তবে চলুন কীভাবে আপনি নিজেই আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে পারেন—
ধাপ ১ : টিআইএন (TIN) নম্বর থাকলে তবেই শুরু
রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমেই আপনার ই-টিআইএন (e-TIN) থাকতে হবে। যদি না থেকে থাকে, তাহলে
(https://etaxnbr.gov.bd) ওয়েবসাইটে গিয়ে কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন করে নিতে পারেন।ধাপ ২ : অনলাইনে রিটার্ন জমার ওয়েবসাইটে যান
অনলাইনে রিটার্ন জমা দিতে গেলে যেতে হবে এই ঠিকানায়: (https://etaxnbr.gov.bd)
এই ওয়েবসাইটেই আপনি রিটার্ন ফরম পূরণ, জমা দেওয়া, এবং রিসিপ্ট ডাউনলোড—সব কিছু করতে পারবেন।
ধাপ ৩ : অ্যাকাউন্ট খুলুন
প্রথমবার হলে আপনাকে সাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আপনার কিছু তথ্য লাগবে:
- টিআইএন নম্বর
- জাতীয় পরিচয়পত্র নম্বর
- মোবাইল নম্বর
- ইমেইল
এসব দিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলে নিন। এরপর লগইন করুন।
ধাপ ৪: আয়কর রিটার্ন ফরম পূরণ করুন
লগইন করার পর রিটার্ন ফরম আসবে। এখানে আপনাকে কিছু সহজ তথ্য দিতে হবে:
- আপনার মোট আয় (যেমন বেতন, ব্যবসা, ফ্রিল্যান্সিং ইত্যাদি)
- কর কাটা হয়েছে কি না
- কোনো কর ছাড় (যেমন চিকিৎসা খরচ, দান, বীমা ইত্যাদি)
- আপনার সম্পদের বিবরণ
চাকরিজীবীদের জন্য তথ্য দেওয়া অনেক সহজ—শুধু বেতন স্লিপ হাতে রাখলেই হবে।
ধাপ ৫: দরকার হলে কাগজপত্র যুক্ত করুন
সব সময় নয়, তবে কারও কারও ক্ষেত্রে কিছু স্ক্যান করা কাগজপত্র যুক্ত করতে হতে পারে। যেমন:
- ব্যাংক স্টেটমেন্ট
- বেতন স্লিপ
- পুরোনো রিটার্ন কপি ইত্যাদি
এসব পিডিএফ আকারে আপলোড করতে হবে।
ধাপ ৬: ফরম ভালো করে দেখে সাবমিট করুন
সব তথ্য দিয়ে ফরম পূরণ করার পর একবার ভালো করে দেখে নিন—কোনো ভুল আছে কি না। সব ঠিক থাকলে Submit বাটনে ক্লিক করে দিন।
ধাপ ৭: রিসিপ্ট ডাউনলোড করে রেখে দিন
রিটার্ন জমা দেওয়ার পর একটা Acknowledgement রিসিপ্ট পাবেন। এটাকে PDF আকারে ডাউনলোড করে কম্পিউটারে বা মোবাইলে রেখে দিন। ভবিষ্যতে কাজে লাগবে।
এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন।


































