রাজধানীর উত্তর কাফরুল থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো উত্তর বিভাগ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রিয়াজ হাওলাদার (২০) ও মো. খাইরুল হাওলাদার (২২)। তাদের বিরুদ্ধে বরগুনার তালতলী থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বরগুনার তালতলী থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।
পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ১৪ জুলাই বরগুনার তালতলীতে খাইরুল, রিয়াজসহ তাদের সহযোগীরা হোসেন নামে একজনের পথ রোধ করে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন হোসেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঘটনার পর হোসেনের মা রোকেয়া বেগম (৪৫) বাদী হয়ে বরগুনা জেলার তালতলী থানায় মামলা করেন। অভিযুক্তরা বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। অভিযান চালিয়ে রাজধানীর উত্তর কাফরুল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে ভুক্তভোগী হোসেনের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন পুলিশ সুপার।