• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মহাসড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ১২:০৯ পিএম
মহাসড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

সরকারঘোষিত সারা দেশে কঠোর লকডাউন চলছে। বিধিনিষেধ বাস্তবায়নে জন্য মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। নির্দেশনা অমান্য করায় অনেককে আটকও করা হয়েছে। সেই সঙ্গে করা হচ্ছে জরিমানাও।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার হাইওয়েতে, মহাসড়কের আশুগঞ্জ, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, চান্দুরাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় চেকপোস্ট বসিয়ে টহল দিচ্ছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশ সদস্যরা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, কঠোর লকডাউনের নিয়ম অমান্য করায় ২০ সিএনজিচালিত অটোরিকশা ও ১টি ব্যাট্যারিচালিত বিভারটেক আটক করা হয়েছে। এর মধ্যে ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। নিষ্পত্তি করা হয়েছে ১৩টি গাড়ির।

সরাইল উপজেলা কুট্টাপাড়া গুরুত্বপূর্ণ প্রবেশপথে টহল আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি জানান, শুধু জরুরি সেবা, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কোনো যাত্রী বা অন্য কোনো গাড়ি এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। চলমান লকডাউনের শেষ পর্যন্ত পরিস্থিতি তদারকিতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

Link copied!