• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে যান চলাচল বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৮:৪১ পিএম
ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে যান চলাচল বন্ধ

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অন্তত পাঁচ-ছয়জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গুলিস্তান থেকে ডেমরা রোডে চলাচলকারী আসিয়ান (ঢাকা মেট্রো ব- ১৪-৬৮৫৬) নামে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। তাদের পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ওয়ারি ট্রাফিক জোনের সার্জেন্ট বি এম বদরুল আলম বলেন, “ওই বাসটি গুলিস্তান থেকে ডেমরার দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে দ্রুতগতিতে ফ্লাইওভারের ওপরে মোড় নিতে গিয়ে ডিভাইডারের সয্গে ধাক্কা লেগে এটি উল্টে যায়।”

এদিকে ঘটনার পরই পালিয়েছেন বাসটির চালক ও হেলপার। বাসটি সরিয়ে নিতে রেকার ডাকা হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ

Link copied!