• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

কন্টাক্টলেস কার্ডের ব্যবহার বেড়েছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৯:৪৭ এএম
কন্টাক্টলেস কার্ডের ব্যবহার বেড়েছে

করোনা মহামারিতে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো কন্টাক্টলেস বা পিনবিহীন ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। গ্রাহকরা ট্যাপ অ্যান্ড পে প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পেমেন্টের সুবিধা নিচ্ছে।

করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে এই পদ্ধতি বেশ গ্রাহকপ্রিয়তা পেয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।

কন্টাক্টলেস পেমেন্ট সুবিধা সম্পন্ন পয়েন্ট অফ সেল (পিওএস) টার্মিনালের কাছে কার্ডটি এনে 'ট্যাপ' করতে হয়। ব্যবহারকারীকে টার্মিনালে হাত দেওয়া, কার্ডটি সোয়াইপ করা বা যন্ত্রে প্রবেশ করানোর প্রয়োজন হয় না।

২০১৮ থেকে শুরু হয় কন্টাক্টলেস কার্ডের ব্যবহার। এ পর্যন্ত ৬টিরও বেশি ব্যাংক এ কার্ড চালু করেছে। দেশে প্রায় সাড়ে ৪ লাখ কন্টাক্টলেস ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে। প্রতি বছর গড়ে ৭০ শতাংশ করে বেড়েছে এই কার্ডের ব্যবহার।

সংশ্লিষ্টরা জানায়, দেশে কন্টাক্টলেস লেনদেন প্রযুক্তি সম্বলিত ৪২ হাজার পয়েন্ট অফ সেল (পিওএস) টার্মিনাল রয়েছে।

বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “কন্টাক্টলেস কার্ড ব্যবহারে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়।“

শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে কন্টাক্টলেস লেনদেন করা যায়। তবে সংশ্লিষ্টরা জানান, ডেবিট ও প্রিপেইড কার্ডেও এই সুবিধা চালু করা প্রয়োজন রয়েছে। যাতে আরও বেশি মানুষ এই সেবা ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

২০২০ সালে কন্টাক্টলেস কার্ডের ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে লেনদেনের সর্বোচ্চ সীমা ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার করেছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, বেসিক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও লংকাবাংলার  কার্ডে এই সুবিধা চালু রয়েছে।

Link copied!