• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

অকারণে রাস্তায় বের হওয়ায় আটক দেড় শতাধিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:১৭ পিএম
অকারণে রাস্তায় বের হওয়ায় আটক দেড় শতাধিক

যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় বের হওয়ায় কঠোর বিধিনিষেধের প্রথম দিনে দেড় শতাধিক জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, অকারণে বাসা থেকে বের হওয়ায় তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। 

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাবউদ্দিন জানান, যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌক্তিক কারণ না পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হবে।

Link copied!