• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সাদা-কালো স্ট্রাইপ শাড়ির প্রেমে পড়েছেন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০২:৫৫ পিএম
সাদা-কালো স্ট্রাইপ শাড়ির প্রেমে পড়েছেন!

ফ্যাশনে চেক, স্ট্রাইপ সবসময়ই ট্রেন্ডি। সাদা-কালো হলে তো কথাই নেই। নজর সেখানেই আটকে যায়। ফ্যাশনপ্রেমীরা এই কম্বিনেশনে কখনও বিরক্ত হয় না বা কখনওই তাদের অনীহা নেই। বিশ্বের খ্যাতিমান সেলিব্রেটিরা বড় পর্দা কাপিয়েছে এই কম্বিনেশনে। প্রিয় পোশাক  শাড়িতেও কম যায় না এই স্টাইল।

মনোক্রোমাটিক স্ট্রাইপড শাড়িতে বহুবার নজর কেড়েছেন বিখ্যাত তারকারা। এই শাড়ি এতটাই মুগ্ধ করবে যে সাদা-কালো মনোক্রোমাটিক স্ট্রাইপ শাড়ি কেনা থেকে নিজেকে আটকাতে পারবেন না আপনিও।

শারীরিক গড়ন বা রঙ যা-ই হোক না-কেন, শাড়ি প্রতিটি মেয়েরই সৌন্দর্য্য ফুটিয়ে তোলে। শাড়ি পরার কৌশল বা ছাপা প্রিন্টও আপনাকে ফ্যাশনেবল করে তুলবে। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে শাড়ি পরা যাবে। শাড়ি পরায় যত নতুনত্ব আসবে ততই ফ্যাশনেবল হয়ে উঠবেন আপনি।

স্ট্রাইপ শাড়ির প্রেমে পড়েননি এমন নারী খুঁজে পাওয়া দায়। ডোরাকাটা দাগগুলো একটা  ইলিউশান লুক দেয়। একটা স্লিমিং এফেক্ট তৈরি করতে পারে।

উল্লম্ব স্ট্রাইপ দেওয়া শাড়িতে আপনাকে লম্বা দেখাবে। এই স্ট্রাইপে শাড়িগুলো আপনার  ফিগারকেও সুন্দরভাবে উপস্থাপন করবে।

বলি ডিভারা স্ট্রাইপড শাড়িতেও নজর ফেরানো সত্যিই কঠিন। অসাধারণ লুক দিবে এটি।

সাদা-কালো স্ট্রাইপ দেওয়া শাড়ির সঙ্গে স্লিভলেস এমবেলিশড ব্লাউজ বেশ মানায়। এই শাড়ির জন্য লাপিস এবং অ্যামেথিস্ট এনক্রাস্টেড চোকার নেকলেস বেছে নিন। খোলা চুল, উইঙ্গড আইলাইনার, কন্টিউরড চিকবোনস এবং নুড লিপস্টিকের অসাধারণ সুন্দর দেখাবে আপনাকে।

অক্সিডাইজড গহনার সঙ্গেও স্ট্রাইপড শাড়ি পরতে পারেন। স্টেটমেন্ট চাঁদবালি, স্টেকড চুরি এবং আংটি এই স্ট্রাইপড শাড়ি লুককে আরও সুন্দর করে তোলে।

কনুই পর্যন্ত লম্বা হাতার ব্লাউজ পরতে পারেন স্ট্রাইপ শাড়ির সঙ্গে। সঙ্গে রাখুন সোনালী রঙের হ্যান্ড-কাফ। আর খোলা চুল ও হালকা মেকআপে আকর্ষনীয় হয়ে উঠবেন।

কালো ও ফেডেড সাদা স্ট্রাইপড শাড়িতে মোটা এমবেলিশ্ড বর্ডারের সঙ্গে ভেলভেট ব্লাউজ পরতে পারেন। স্টেটমেন্ট চোকার নেকলেসে ম্যাচ করুন এর সঙ্গে। চুলে সুন্দরভাবে খোপা বেঁধে নিন। চোখের সাজে স্মোকি আই মেকআপ নিন। হাতে রাখুন ম্যাচিং কালো ব্যাগ।

Link copied!