• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

রাষ্ট্রদ্রোহের আরেক মামলায় খারিজ পেলেন তারেক রহমান


পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৭:৫৬ পিএম
রাষ্ট্রদ্রোহের আরেক মামলায় খারিজ পেলেন তারেক রহমান
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পিরোজপুরে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন দণ্ডবিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে বক্তব্য দেওয়া, নিন্দা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে সদর থানায় মামলা করেন। বুধবার অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।

এর আগেও রাষ্ট্রদ্রোহের মামলায় অব্যাহতি পেয়েছেন তারেক রহমান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!