ছেলেরা ফ্যাশনে বেশ পরিপাটি। টিশার্ট, জিন্সের সঙ্গে স্নিকার যেমন ক্যাজুয়াল লুক দেয়। তেমনই ফরমাল লুকের জন্য় থাকে শার্টের সঙ্গে টাই। তবে সবকিছুতেই মানানসই হতে হয়। যেনতেন পোশাকে আপনার ফ্যাশন বিগড়ে যেতে পারে।
অনেকেই ফরমাল লুকে শার্টের সঙ্গে টাই পরেন। টাই ছাড়াও বেশ লাগে। তবে টাই পড়লে ফরমাল লুকটা যেন পরিপূর্ণ হয়। ফ্যাশন ট্রেন্ড মাথায় রেখেই টাই বেছে নিন আপনার শার্টের সঙ্গে।
টাই নির্বাচন করার আগে রং বিবেচনায় রাখুন। ম্যাচিং টাই না পরে কনট্রাস্ট রংয়ের টাই বাছাই করুন। যেমন গোলাপি শার্টের সঙ্গে নীল বা হলুদ টাই বেছে নিতে পারেন। আবার লাল বা হলুদের সঙ্গে নীল টাই পরতে পারেন।
ডেনিম শার্টের সঙ্গেও টাই বেশ মানায়। আপনাকে বেশ ফ্যাশনেবল লুক দিবে। তাছাড়া সাদা শার্টের সঙ্গে লাল বা সবুজ রঙের স্ট্রাইপ টাইও ভালো লাগে।
একরঙা শার্টের সঙ্গে ডটেড বা চেক টাই বেশি মানাবে। তবে প্রিন্টের শার্ট হলে এক রঙের টাই পরলে ভালো মানাবে। শার্টের হাতা এবং কলারে আলাদা রঙ থাকলে একটা রং মিলিয়ে টাই পরা যেতে পারে। এছাড়াও দুই রঙের টাইও ব্যবহার করতে পারেন।
শার্ট পরার আগে কলারটা দেখে পরুন। শার্টে কলার ঢিলা হলে টাই ভালো লাগবে না। তাই দেখে নিন। শার্টের কলার আর হাতায় আলাদা রঙের বর্ডার থাকলে অবশ্যই টাই পরবেন।
ফ্যাশনে নতুন লুক দিবে সিল্কের টাই। তাছাড়া উলের টাইও এখন তরুণদের নজর কাড়ছে।