• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মোজার দুর্গন্ধ দূর হবে চমৎকার উপায়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৩:০৩ পিএম
মোজার দুর্গন্ধ দূর হবে চমৎকার উপায়ে

বাইরে থেকে ঘরে এসে জুতো-মোজা খুলতেই বাকিরা চিত্কার করে উঠে, তাই না?কারণ  মোজার দুর্গন্ধ। যা বাড়িতে কিংবা অফিসে আপনাকে বিব্রত করতে পারে। রাস্তার যানজট ঠেলে কর্মস্থলে গিয়েও জুতো বা মোজা খোলা যায় না। সহকর্মীদের কাছে বিব্রত হওয়ার ভয়ে পুরো সময় মোজা পরেই কাটিয়ে দেন। এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে কিছু উপায় রয়েছেন।

বলা যায়, কিছু কৌশলে আপনি মোজার দুর্গন্ধ থেকে সমাধান বা মুক্তি পাবেন। কীভাবে, কী করা যাবে তা জানাব এই আয়োজনে_

  • পায়ে জুতো পরবেন। তার আগে পায়ে বেবি পাউডার মেখে নিন। এতে পা ঘামাবে না। মোজায় দুর্গন্ধও হবে না।
  • জুতা পরার আগে পায়ে সরিষার তেল ব্যবহার করুন। মোজায় গন্ধ হবে না।
  • মোজা বেশি পুরোনো হলে তাতে ২ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে গিঁট বেঁধে জুতোর ভেতর রেখে দিন। পরেরদিন মোজা ধুয়ে নিন। এরপর জুতা পরুন।
  • মোজার ভেতরে কয়েকটি লবঙ্গ রেখে দিন। দুর্গন্ধ হবে না।
  • ফুটন্ত পানিতে ২ মিনিট টি ব্যাগ ফেলে রাখুন। টি ব্যাগটি ঠাণ্ডা হলে মোজা ও জুতার  মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে মোজা ভালোভাবে ধুয়ে নিন এবং জুতার ভেতরের অংশটি ভালো করে মুছে নিন। জুতা ও মোজায় থাকা ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে।
  • রাতে জুতো বা মোজার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন। পরদিন তা বের করে জুতো পরে নিন। দুর্গন্ধ একেবারে চলে যাবে।
  • মোজা ও জুতার মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে নিতে পারেন।। চামড়ার জুতোয় বারবার বেকিং সোডা ব্যবহার করবেন না।
  • স্নিকারস জুতা দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন।
  • এক টুকরা কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিতে পারেন।  সারারাত রাখুন। দুর্গন্ধ দূর হবে।
Link copied!