• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা শুরু, স্বাস্থ্যবিধি মেনে ঘুরে আসুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৭:৫৩ পিএম
বইমেলা শুরু, স্বাস্থ্যবিধি মেনে ঘুরে আসুন

শুরু হয়েছে অমর একুশে বইমেলার ৩৮তম আসর। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বইমেলার পর্দা উঠেছে বাংলা একাডেমি ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনে স্টল সাজানো হয়েছে। সব বয়সীরাই মেলায় আসবেন পছন্দের বই কিনতে।

চলতি বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেই সময় পিছিয়ে দেওয়া হয়। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অবশেষে সব বিধি নিষেধ মেনেই শুরু হয়েছে মেলার আয়োজন। আয়োজন শুরু হলেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি ভুলে গেলে চলবে না। সন্তানকে নিয়ে মেলায় যাওয়ার আগে বাড়তি প্রস্তুতিও নিতে হবে। কারণ সুস্থতা নিশ্চিত করেই পরিবারকে নিয়ে মেলা উপভোগ করতে হবে।

করোনা মহামারিতে সংক্রমণ বাড়ছে। তবে এবার মৃত্যুর সংখ্যা কম হলেও সংক্রমণের শঙ্কাকে অবহেলা না করার পরামর্শ বিশেষজ্ঞদের। তাই মেলা ঘুরতে যাচ্ছেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই যাবেন। মেলার যাওয়ার আগে এবং মেলায় গিয়ে যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে তা কিছু পরামর্শ থাকছে আজকের আয়োজনে_

  • বইমেলায় সর্বজনীন। তাই সব পেশার সব ধরণের মানুষই মেলায় প্রবেশ করে। সেখানে সংক্রমণের শঙ্কা থাকে। পরিবারকে নিয়ে মেলায় যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরবেন।
  • মেলায় প্রবেশের গেইটে গাদাগাদি করে না ঢুকে অপেক্ষা করুন। কয়েকটি গেইট থাকবে। যে গেইটে ভিড় কম দেখবেন সেখান দিয়েই প্রবেশ করুন।
  • অবশ্যই হ্যান্ড স্যানিটারাইজার সঙ্গে নিবেন। মেলায় ঘুরে বই দেখছেন, কিছুক্ষণ পর পর হাত স্যানিটারাইজ করে নিন।
  • মেলায় যাওয়ার আগে কোন বই কিনবেন তা ঠিক করে নিতে পারেন। পছন্দের লেখকের বই তো কেনা চাই। তাই প্রথমে সেগুলো কিনে নিন। এরপর নতুন লেখকদের বই কিনবেন।
  • মেলা ঘুরে ক্লান্ত লাগছে? যেখানে সেখানে বসবেন না। ভালো পরিচ্ছন্ন জায়গায় বসুন।
  • বাচ্চাদের সঙ্গে নিলে তাদের জন্য কিছু শুকনো খাবার ব্যাগে নিয়ে নিতে পারেন। করোনার সময়ে বাইরের খাবার থেকে বিরত থাকাই ভালো।
  • কোনো স্টলে ভিড় বেশি হলে সেখানে তখনই ঢুকবেন না। অন্য স্টলগুলো ঘুরে দেখুন। ওই স্টলে ভিড় কমলেই সেখানে যাবেন।
  • পরিচিতি কারো সঙ্গে দেখা হলে হাত মেলানো বা গলায় জড়িয়ে ধরা থেকে বিরত থাকুন। হাসিমুখেই তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করুন। করোনার সময়ে দূরত্ব বজায় রাখা জরুরি।
  • সম্ভব হলে বই বহনের জন্য বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাবেন। বই কেনার পর বাইরের প্যাকেটটি ফেলে দিয়ে সেই ব্যাগেই ভরে নিতে পারেন।
  • মেলায় কেনাকাটা শেষ হলে অযথা ঘুরে বেড়াবেন না। বাড়ি ফিরে যান।
Link copied!