• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নিউ ইয়ার পার্টির নিউ ফ্যাশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৩:২০ পিএম
নিউ ইয়ার পার্টির নিউ ফ্যাশন

আসছে নতুন বছর ২০২২। নতুন বছরের ফ্যাশনে কোন ধরনের পোশাক বেছে নেবেন, ঠিক করেছেন? সাধারণত জিন্স, টি-শার্ট, টপস, সালোয়ার কামিজ স্যুট এবং শীতের ফ্যাশনেবল পোশাক নতুন  বছরের পার্টিতে পরা হয়। এসবের মধ্যেই থাকে নতুনত্বের ছোঁয়া। এবারের আয়োজনেও থাকবে নতুনত্ব। কোন ধরনের পোশাকে নতুন বছরকে বরণ করবেন, তা এখনই প্রস্তুতি নিন।

  • নতুন বছর শুরু হয় শীতের মাঝেই। হাড় কাঁপানো শীত থাকে দেশজুড়ে। তাই শীতের পোশাক নিশ্চিত করুন। নিউ ইয়ার পার্টিতে জিন্সের সঙ্গে উলের তৈরি পঞ্চো পরতে পারেন। শীতে ছেলে ও মেয়েদের জন্য় ফ্যাশনেবল পোশাক পাওয়া যায়। সেগুলো থেকে পছন্দসই বেছে নিন।
  • নিউ ইয়ার পার্টিতে জমকালো পোশাক না পরে, ক্যাজুয়াল পোশাক বেছে নিন, যা পরে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সহজেই মুভ করা যাবে।
  • নিউ ইয়ারের ক্ষেত্রে অনেকেই কালার থিম রাখেন। পার্টিতে কোনো কালার থিম রয়েছে কি না, জেনে নিন। সেই অনুযায়ী ম্যাচিং কালার পরে যাবেন। ভুলেও থিমের বাইরে ভিন্ন কালার পরে পার্টিতে যাবেন না। এতে বিব্রত হবেন।
  • কালার থিম না থাকলে গাঢ়, রঙিন পোশাক বেছে নিতে পারেন। কালো রঙের পোশাক নিউ ইয়ার পার্টির ট্রেন্ডি পোশাক। তবে সিকুইন বা ডলার বসানো শাড়ি, সালোয়ার কামিজ বা টপস এখন বেশ ট্রেন্ডে চলছে। এই পোশাক জমকালো আউট লুক দেবে।
  • পার্টিতে সোয়েটার পরলে হালকা ধরনের বেছে নিন। সোয়েটারের পরিবর্তে কোট পরতে পারেন। উঁচু গলার ড্রেসের সঙ্গে কোট পরতে পারেন।
  • লংলাইন প্লেড ব্লেজার পরতে পারেন। চেক প্যাটার্নের ব্লেজারও বেছে নিতে পারেন। তাৎক্ষণিকভাবে ক্ল্যাসিক লুক পেতে চওড়া প্যান্ট এবং ক্রপ টপ পরতে পারেন। সিকুইন শর্টসও বেশ ভালো দেখাবে।
  • নিউ ইয়ারের পার্টিতে ডেনিমের পোশাকও পরতে পারেন। এখন ডেনিমের নতুন স্টাইলের পোশাক পাওয়া যায়। সেগুলো থেকে পছন্দমতো বেছে নিন। এর সঙ্গে গলায় একটি স্কার্ফ বা মাফলার জড়িয়ে নিতে পারেন।
  • উলের তৈরি পোশাকও নিউ ইয়ার পার্টির জন্য় সেরা হতে পারে। মানসম্পন্ন উলের পোশাক বেছে নিন। সোয়েটার, পঞ্চো, উলের ব্লাউজ পরলে ট্রেন্ডি লুক দেবে। এর সঙ্গে জিন্সকেই ভালো মানবে।
  • স্ট্রেইট-কাট জিন্স পরতে পারে। স্কিন জিন্সকে দূরে রেখে এবারের পার্টিতে সোজা কাটের জিন্স পরে দেখতে পারেন। সেই সঙ্গে মানানসই শার্ট কিংবা টপস। প্রতিদিনের লুক থেকে বেরিয়ে আকর্ষণীয় লুক দেবে।
  • ৯০ দশকের পোশাক পরে দেখুন তো কেমন লাগছে নিজেকে! পার্টির প্রধান আকর্ষণ হয়ে উঠবেন।
  • তরুণ বয়সীরা জাম্পস্যুট পরতে পারেন। পছন্দের জাম্পস্যুট কিনে নিন। বেশ কম্ফোরটেবল লুক দেবে।
  • নিউ ইয়ার পার্টিতে ওয়েস্টার্ন লুক নিলে অবশ্যই বুট পরবেন। শাড়ি বা কামিজের সঙ্গে বক্স হিলের জুতো পরতে পারেন। এ ক্ষেত্রে ট্রান্সপারেন্ট কালার বেছে নিন। ক্ল্যাসি লাগবে।
Link copied!