• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬
এনসিএল টি-টোয়েন্টি

মাত্র ৩৩ বলে ৬৫ রান তামিমের, জয় পেল চট্টগ্রাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০১:২০ পিএম
মাত্র ৩৩ বলে ৬৫ রান তামিমের, জয় পেল চট্টগ্রাম
হাফ সেঞ্চুরি উদযাপন তামিম ইকবালের। ছবি: সংগৃহীত

গতবার বিপিএলে সর্বাধিক রান করেছিলেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। এই ফরম্যাটে তিনি এখনো সেই ফর্ম ধরে রাখতে পেরেছেন। তার প্রমাণ মিললো বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে। 

চট্টগ্রামের হয়ে মাত্র ৩৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় তামিম করেন ৬৫ রান। স্ট্রাইকরেট প্রায় ২০০।

তামিমের এই ঝোড়ো ফিফটিতে ১৫ ওভারের ম্যাচে তার দল সিলেটের বিপক্ষে করেছে ৯ উইকেটে ১৪৫ রান। জবাবে ১৪.২ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় সিলেট। ১২ রানের জয় পেল চট্টগ্রাম। 

তামিম ছাড়াও অপর ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭ বলে ২৯ এবং সাব্বির হোসেন শিকদার ১২ বলে ১৫ রান করেন। 

সিলেটের তাওফিক খান তুষার মাত্র ৩৬ বলে ৭টি চার ও ৬টি ছক্কায় ৭৬ রানের দারুণ ইনিংস খেলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। 

ঘন কুয়াশার কারণে দেরিতে খেলা শুরু হওয়ায় তা ১৫ ওভারে নামিয়ে আনা হয়। 

তামিম প্রথম ম্যাচে মাত্র ১৩ রানে আউট হন এবং তার দল ৫ উইকেটে রংপুরের কাছে হেরে যায়।

Link copied!