• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জুতার মাপেই মিলবে স্বভাবের পরিচয়!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১২:১১ পিএম
জুতার মাপেই মিলবে স্বভাবের পরিচয়!

বিশেষজ্ঞরা জানান, হাতের গড়ন, পায়ের গড়ন কিংবা আঙুলের গঠন ও আকার দেখেই যেকোনো ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা যায়। সেই জুতোর সাইজও স্বভাব-চরিত্র ও ব্যক্তিত্বের কথা জানান দেয়। মানে কোন মাপের জুতো পরছেন তাতেই ধারণা পাওয়া যাবে আপনি ব্যক্তি হিসাবে কেমন হবেন, আপনার স্বভাব কেমন হবে। 

অবাক হলেও বিষয়টি সত্যি। জুতোর নম্বর দেখেই আপনিও বুঝতে পারবেন অন্য ব্যক্তিটি স্বভাব কেমন হবে। একটি গবেষণা এমন প্রমাণ মিলেছে। ব্যক্তির চরিত্র ও ব্যক্তিত্বের উপর এই  ভবিষ্যদ্বাণীগুলো একটি গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় তাদের জুতোর সাইজ বিচারে ব্যক্তিত্বের বর্ণনা দেওয়া হয়। সেই অনুযায়ী আপনিও মিলিয়ে দেখতে পারেন_

৫ নম্বর বা তার চেয়ে ছোটো সাইজের জুতো
গবেষণায় প্রমাণ মিলেছে, জুতোর মাপ ৫ নম্বর কিংবা তার চেয়ে ছোটো হলে তাদের মন উদার হয়। তারা মিশুক হন। সবাইকে আপন করে নিতে ভালোবাসেন। চারপাশের লোককে আনন্দে রাখেন এবং ভালো ব্যবহারের জন্য় তার সুনাম থাকে স্বজনদের কাছে।

৬ নম্বর সাইজের জুতো 
কারো জুতোর সাইজ ৬ নম্বর হলে বুঝে নিবেন সেই ব্যক্তি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন। সহজেই অন্যের বন্ধু হতে পারে এবং সবাইকে আনন্দে রাখেন। ভালো স্বভাবের অধিকারী হন এবং মানসিকতায় থাকে উদারতা।

৭ নম্বর সাইজের জুতো
যাদের জুতোর সাইজ ৭ নম্বর, তারা অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান হোন। নিজের মূল্যবোধ জানেন এবং অত্যন্ত উৎসাহী ব্যক্তি হন।

৮ নম্বর সাইজের জুতো
জুতোর মাপ ৮ নম্বর হলে তারা সাহসী হোন। জীবনের চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। যেকোনো  সমস্যা মোকাবিলা করতে পারেন। তারা কৌতুহলী হোন। এছাড়াও চ্যালেঞ্জের মধ্যে জীবনের আনন্দ খুঁজে পান।

৯ নম্বর সাইজের জুতো
যারা ৯ নম্বর সাইজের জুতো পরে থাকেন তারা অত্যন্ত আত্মবিশ্বাসী হন। তারা ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করেন। অন্যের সমালোচনা গায়ে নেন না এবং অন্যের বিষয়ে নাক গলাতেও পছন্দ করেন না।

১০ নম্বর সাইজের জুতো
১০ নম্বর সাইজের জুতো পরছেন তবেই তারা একরোখা প্রকৃতির হবে। মানে তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করবে তা পছন্দ করেন না। অন্যদের কথায় চলতে পছন্দ করেন না এরা। তারা কেবল নিজের মনের কথাই শোনেন। নিজের কাজে অন্যের মন্তব্যও পছন্দ করেন না। 

১১ নম্বর সাইজের জুতো
জুতোর সাইজ ১১ নম্বর হলে বুঝে নিবেন তারা যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। কঠোর পরিশ্রমী হন। তাদের জীবনযাত্রা একটু অন্যরকম হয়। তারা ঘুরতে পছন্দ করেন, রাত জেগে আড্ডা পছন্দ করেন। নিজের মতো থাকতেই বেশি পছন্দ করেন। 

১২ নম্বর সাইজের জুতো
পায়ের আকার অনুযায়ী ১২ নম্বর সাইজের জুতো যাদের হয় তারা অত্যন্ত শান্তি প্রিয় হন। তারা অস্বাভাবিক পরিস্থিতি এড়িয়ে চলেন। কারো সঙ্গে বন্ধুত্ব করলে তা সারাজীবন ধরে রাখেন। তারা প্রকৃতিপ্রেমীও হন। 

১৩ নম্বর জুতো পরলে
সবার সঙ্গে ভালো ব্যবহার নিয়ে তাদের গুণগান সবার কাছেই। ভালো পরামর্শক হন তারা। কাজের ক্ষেত্রেও অত্যন্ত সৎ থাকেন। স্থির থেকে যেকোনো পরিস্থিতি মানিয়ে নেন।

 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Link copied!