নতুন পোশাক দেখলেই চোখে ছানাভরা। কখন কিনব সেই তাড়াই থাকে। কিন্তু আলমারিতে তো রাখার জায়গা নেই। পুরোনো পোশাক তো আর বাদ দেওয়া হয় না। কারণ, ওটাও তো শখ করেই কেনা। কিন্তু উপায় কী! আলমারির সুন্দরভাবে গুছিয়ে রাখাই একমাত্র সমাধান।
গোছানো আলমারি নিজের কাছেও ভালো লাগে, তেমনই নতুন পোশাক রাখার জন্য জায়গাও খুঁজে পাওয়া যায়। আলমারির পোশাকগুলো গুছিয়ে রাখলেই জায়গা ফাঁকা থাকে। অনেকে সময়ের অভাবে আলমারি গুছিয়ে রাখার সময় পান না। তাই কিছু টিপস জেনে রাখুন। কীভাবে সহজে আলমারির কাপড়গুলো সুসজ্জিত করে গুছিয়ে রাখা যাবে।
- আলমারি পুরো খালি করে সব জামাকাপড় বাইরে রাখুন। কোন পোশাকগুলো আলমারিতে রাখবেন আর কোনগুলো রাখবেন না, তা আগে ঠিক করুন। দামি আর বেড়াতে যাওয়ার পোশাকগুলো আলমারিতে রাখুন। আর প্রতিদিন পরার পোশাকগুলো রাখুন অন্য আলমারি বা আলনাতে।
- পছন্দের হলেও আলমারি থেকে ছেড়া ফাঁটা পোশাক বাদ দিন। কোনো সময়ে হয়তো শখ করে কিনেছিলেন। কিন্তু এখন তা আর পরার অবস্থায় নেই। ছিঁড়ে গেছে বা ফেটে গেছে কিংবা সাইজে ছোট হয়ে গেছে। এমন পোশাকগুলোতে মায়া বাড়াবেন না। এগুলো বাদ দিন। সেই জায়গায় নতুন পোশাক রাখতে পারবেন। তাছাড়া পুরোনো, বেশি দিন ধরে ব্যবহার করা পোশাক আর নতুন পোশাক আলাদা করে রাখুন।
- উলের পোশাক কেনার আগে আরও একবার ভাবুন। কারণ উলের পোশাক আলমারির অনেকটা জায়গা দখলে নিবে। সোয়েটার, শাল, মাফলার, টুপি বছরের পর বছর আলমারি তাক দখল করেই রাকে। সেগুলো বের করে কোনো ট্রাভেল ব্যাগের ভেতর রাখতে পারেন। আলমারির জায়গা বাঁচবে। তবে নতুন ডিজাইনের শীতপোশাক থাকলে উলের পোশাক বাদও দিতে পারেন।
- আলমারির প্রতিটি কাপড়কে সুন্দরভাবে ভাঁজ করুন। ভাঁজগুলো একই রকম বা মাপের হলে ভালো হয়। তা না হলে আলমারি খুলতেই কাপড়গুলো পড়ে যাবে। কাপড়ের ভাঁজ বেশি বড় করবেন না। এতে বেশি জায়গা লাগবে।
- একই ধরনের পোশাকগুলো একসঙ্গে রাখুন। যেমন শাড়িগুলো আলমারির একই তাকে রাখুন, সেলোয়ার কামিজ, শার্ট-প্যান্ট একই তাকে সাজিয়ে রাখুন। এক কাপড় খুঁজতে অন্য কাপড়গুলো নাড়তে হবে না। সহজেই খুঁজেও পাবেন।
- ছেলেদের টি-শার্টগুলো রোল করে রাখতে পারেন। যেহেতু পরার আগে স্ত্রি করতে নিতেই হয়। তাই টি শার্টগুলোর তাকে জায়গা বাঁচাতে রোল করে রাখতে পারেন। মেয়েরাও ব্লাউজসহ ছোট কাপড়গুলো রোল করে আলমারির একটি তাকে রাখতে পারেন।
- পুরোনো জুতো বাদ দিন। অনেক দামী জুতো পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। মন খারাপ না করে এগুলো বাদ দিন। ফ্যাশনে নতুন ডিজাইনের জুতা আসে প্রতিবছর। ফ্যাশনে নিজেকে আপডেট রাখতে নতুন ডিজাইনের জুতা কিনে নিন। অনেক বেশি জুতা না কিনে প্রয়োজন অনুযায়ী কিনবেন। তাহলে নষ্ট জুতো ফেলে দিতে মায়া বাড়বে না।
- আলমারির দরজায় মাল্টি ইউটিলিটি হ্যাঙ্গার ঝুলিয়ে রাখতে পারেন। সেখানে ওড়না কিংবা স্কার্ফ ঝুলিয়ে রাখা যাবে অনায়াসে। আলমারিতে হ্যাঙ্গারে শাড়ি রাখলে, এর তলায় বেশ কিছুটা জায়গা খালি থেকে যায়। এখানে ব্লাউজের খাপে ব্লাউজ পুরে রাখুন।
- আলমারির ড্রয়ার ব্যবহার করুন কস্টিউম জুয়েলারি রাখার কাজে। নিচের তাকে, যেখানে ভাল শাড়ি বা অন্য পোশাক রাখবেন, তারই একপাশে সাজিয়ে রাখুন আপনার ব্যাগ। ড্রয়ারে আরও বেশি কিছু রাখতে চাইলে ব্যবহার করুন ড্রয়ার অর্গানাইজার। এটি বাড়তি জায়গা তৈরি করে দেবে।