• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বিশ্ব ডাক দিবস আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ১১:২৬ এএম
বিশ্ব ডাক দিবস আজ

আজ (৯ অক্টোবর) বিশ্ব ডাক দিবস। এক সময় চিঠিই ছিল মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। প্রিয়জনের একটি চিঠির অপেক্ষায় অন্য প্রান্তে দিনের পর দিন অপেক্ষা করত মানুষ। চিঠির আবেদনটি সবচেয়ে বেশি প্রচলিত ছিল প্রবাসীদের পরিবারে। আর আজকের যুগে তথ্যপ্রযুক্তির কল্যাণে সবার হাতের মুঠোয় চলে এসেছে অন্যতম বার্তাবাহক স্মার্টফোন। 

একদিকে ধীরে ধীরে মোবাইল ফোনের গুরত্ব বাড়তে থাকে, অন্যদিকে কমতে থাকে হাতে লেখা চিঠির আবেদন। কমতে কমতে এক সময় হারিয়ে যায় বলা চলে চিঠি।

১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্ন শহরে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’। পরবর্তীতে এ সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাব পাসের মাধ্যমে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্য পদ লাভ করে। এরপর থেকে বাংলাদেশে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালিত হয়ে আসছে।

Link copied!