শীতে গোসল করতেই আলসেমি লাগে। তবে নিয়মিত গোসল তো শরীর ও মন দুটোই চাঙ্গা করে। গোসল করার সময় চুলে ও ত্বককে ভালো ভাবে পরিষ্কার করতে হয়। এরজন্য সঠিক উপায়ে শ্যাম্পু করাও জরুরি। চুলে শুধু শ্যাম্পু করলেই হয় না। সঠিক নিয়মে শ্যাম্পু না করলে চুলের যত্নও হবে না।
যদিও শীতে শ্যাম্পু করার কথা ভাবলেই গায়ে জ্বর চলে আসে। কাঁপুনির ভয়ে তো সারা শীতকাল শ্যাম্পু না করে থাকা যায় না। তবে চুলের বাড়তি যত্ন নিলেই অহেতুক নোংরা হওয়া থেকে বাঁচা যাবে। শীতের সময় চুলের বাড়তি যত্নে যা যা করতে পারেন চলুন জেনে নেই।
- শীতে চুলের গোড়া বেশি তেলতেল হয়। চুলের ডগা রুক্ষ হয়ে যায়। প্রতিদিন শ্যাম্পু না করলেও কন্ডিশনার লাগান। এতে চুলের ঝলমলে ভাব ঠিক থাকবে। চুলের গোড়ায় কন্ডিশনার লাগাবেন না।
- শীতকালে তেল লাগান অনেকে। এতে চুলের গোড়ায় তেল বসে যায়। চুল আরও বেশি ময়লা হবে। তাই তেল না দিয়ে সিরাম কিংবা প্রসাধনী কোনও ক্রিম লাগাতে পারেন।
- অনেকেই বারবার চুলে হাত দেন। এতে হাতের ময়লা চুলে লেগে নোংরা হয়ে যায়। তাই চুলে কম ধরাই ভালো। আর চুল অধিকাংশ সময় বেধেই রাখুন।
- শুষ্ক চুলে কোনও স্টাইলও করা যায় না। এক্ষেত্রে হাত দিয়ে বারবার ঠিক করবেন না। বরং কোনও স্প্রে দিয়ে চুল সেট করে নিতে পারেন। চুল বেধে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
- শীতে পিকনিক, ঘোরাঘূরি বেশি হয়। আর বড়দিন বা থার্টি ফাস্টের পার্টি তো থাকেই। এই সময় ঘামে ভিজে চুল চটচটে হয়ে যায়। তাই পার্টিতে খোলা চুলেই স্টাইল করুন। চুল ঘন ঘন আচড়াবেন। চুলে যেন জট না হয়। এতে চুলে ময়লা আটকে যাবে না।