• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ছেলেশিশুর খতনার সঠিক বয়স কত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৩:২৪ পিএম
ছেলেশিশুর খতনার সঠিক বয়স কত
প্রতীকী ছবি

দেশে একটা সময় গ্রামেগঞ্জে হাজামরা (যিনি খতনা করেন) করতেন। তবে এখন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সার্জারির মাধ্যমে খতনা করার চল বেড়েছে।

ছেলেদের যৌনাঙ্গের সামনের চামড়া কেটে অপসারণ করাকে খতনা বলে। ওই চামড়া দিয়ে যৌনাঙ্গের অগ্রভাগ ঢেকে দেওয়া হয়।

কোন বয়সে খতনা করানো উত্তম

পশ্চিমা দেশে সাধারণত জন্মের পরপরই এটি করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে সাধারণত বাচ্চারা একটু বড় হলে তারপর তাদের খতনা করা হয়ে থাকে।

এটি বিশ্বের প্রাচীনতম অস্ত্রোপচার পদ্ধতি এবং ধারণা করা হয় প্রায় ১৫ হাজার বছর আগে মিসরে এই প্রথা উদ্ভূত হয়েছিল। যদিও এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

পৃথিবীর অনেক দেশে ছেলেশিশুর পাশাপাশি মেয়েশিশুরও খতনা করানো হয়। তবে অনেক দেশ আবার আইন করে সে প্রথা বন্ধও করেছে।

বাংলাদেশে ছেলেশিশুরই কেবল খতনা করানো হয়। কিন্তু আসলে ঠিক কোন সময়টা খতনা করার জন্য উপযুক্ত?

এর কোনো নির্দিষ্ট বয়স আছে কি?

চিকিৎসকেরা অবশ্য জানান, বৈজ্ঞানিক দিক থেকে এর কোনো নির্দিষ্ট বয়স নেই।

চিকিৎসাবিজ্ঞানে এর কোনো নির্দিষ্ট বয়স না থাকলেও, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় তিন বা চার বছর বয়স খতনার উপযুক্ত সময় বলে মনে করেন চিকিৎসকরা। একটু বোঝার বয়স হলেই খতনা করে ফেলা ভালো।

এ ছাড়া স্কুল শুরু হলে বাচ্চার ব্যস্ততাও বেড়ে যায়, স্কুল ছুটির সঙ্গে বাবা-মায়ের সময় মিলিয়ে নিতে হয়। আবার বাচ্চার সামাজিক গণ্ডিও বড় হয়, যেটা তার মননেও প্রভাব ফেলতে পারে।

Link copied!