• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ছোট চোখ বড় দেখাতে চান? জেনে নিন কৌশল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ১০:৫৪ এএম
ছোট চোখ বড় দেখাতে চান? জেনে নিন কৌশল

মেকআপের পর চোখটাই সবচেয়ে বেশী নজর কাড়ে। আর চোখের মেকআপ যদি খারাপ হয় তাহলে পুরো সাজটাই বৃথা। তার ওপর অনেকেরই চোখ ছোট হওয়ার কারণে বুঝে উঠতে পারেন না কী করলে এত ভারী মেকআপ করার পরেও চোখ বড় দেখাবে। আজ জানিয়ে দেব সেটিরই কয়েকটি কৌশল। চলুন তাহলে জেনে নেওয়া যাক-

  • আই মেকআপ শুরুর আগে খেয়াল রাখবেন আইব্রোটা গ্রুম করা আছে কিনা। কারণ পারফেক্ট শেইপের আইব্রোর মাধ্যমে আই মেকআপ এ ডিফারেন্স আনা সম্ভব।
  • চোখ ছোট লাগার অনেক বড় একটা কারণ হলো চোখের পাফিনেস। তাই চোখের পাফিনেস দূর করার জন্যে চোখের যত্ন নেওয়া উচিত। এজন্য ভালো মানের আই জেল অথবা সিরাম ব্যবহার করবেন।
  • চোখে ডার্কনেস থাকলে তা কনসিল করে নেবেন কনসিলারের সাহায্যে। সঙ্গে সঙ্গে চোখের পাতা প্রাইম করে নেবেন। চোখ বড় দেখানোর জন্য প্রাইম করা জরুরি।
  • যেকোনো ব্রাউন আইশ্যাডো দিয়ে ক্রিজ এরিয়া ডিফাইন করে নিবেন। এতে ক্রিজ লাইনে শেডিং তৈরি হবে। পরবর্তীতে আইলিডের আইশ্যাডো ভালোভাবে ফুটে উঠবে।
  • ছোট চোখের জন্য চোখের আইলিডকে ভালোভাবে ফুটিয়ে তোলা জরুরি। এতে চোখ বড় দেখায়। একটি ব্রাশের সাহায্যে কনসিলার নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। এতে করে নতুন বড় আইলিড তৈরি হবে। খেয়াল রাখবেন, ক্রিজ যেন ক্রস না করে। এরপর ওপরে যেকোনো লাইট আইশ্যাডো লাগিয়ে নিবেন।
  • স্মোকি আই মেকআপ এর মাধ্যমে চোখ বড় দেখাতে পারবেন। এজন্যে চোখের ইনার পার্ট এবং আউটার পার্ট এ ডার্ক আইশ্যাডো লাগিয়ে মাঝের অংশে লাইট আইশ্যাডো লাগিয়ে নেবেন।
  • হাইলাইটার এর সাহায্যে চোখের ইনার কর্ণার হাইলাইট করতে ভুলবেন না। এতে চোখ ওপেন এবং বড় মনে হবে।
  • গোটা চোখ জুড়ে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নিচের অংশে আইল্যাশের ভেতর দিকে আইলাইনার লাগাবেন না। আইল্যাশের বাইরের দিকে লাগান। চোখের কোল পর্যন্ত টানবেন না। তার একটু আগে ছেড়ে দিন।
  • যাদের চোখ ছোট, তারা চোখের ওয়াটার লাইনে কাজল ব্যবহার করলে চোখ দেখতে আরও ছোট মনে হবে। তাই চোখের লোয়ার ওয়াটার লাইনে কালো কাজল ব্যবহার না করে চোখের আপার ওয়াটার লাইনে কাজল লাগিয়ে নিন। এতে চোখের আপার পার্ট ভারী মনে হবে এবং আইল্যাশগুলোও ঘন মনে হবে।
  • চোখের ওয়াটার লাইনে ব্যবহার করুন হোয়াইট অথবা ন্যুড কালারের কাজল। এতে করে চোখ অনেক বেশি বড় লাগবে দেখতে।
Link copied!