• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ভোটার এলাকা পরিবর্তন করবেন কীভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০২:০৪ পিএম
ভোটার এলাকা পরিবর্তন করবেন কীভাবে

অনেক সময় নানান প্রয়োজনে জাতীয় পরিচয়পত্রে ভোটার এলাকা পরিবর্তন করার প্রয়োজন হয়। কর্মসংস্থানের কারণে নিজের স্থায়ী এলাকার বাইরে ভোটার হয়ে থাকেন অনেকে। পরবর্তী সময় পুনরায় জাতীয় পরিচয়পত্র ঠিকানা পরিবর্তন করতে হয়। অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের সুযোগ থাকলেও সম্পূর্ণ ভোটার এলাকা পরিবর্তন করার জন্য নির্বাচন অফিসের একটি ফরম পুরণ করে জমা দিতে হয়। 

অনলাইনে জাতীয় পরিচয়পত্রের বাসা/হোল্ডিং নাম্বার, পোষ্ট অফিস এবং পোস্ট কোড পরিবর্তন করা গেলেও জেলা, উপজেলা কিংবা ভোটার এলাকা স্থানান্তরের কোনো সুযোগ নেই। আপনিও যদি আপনার ভোটার এলাকা পরিবর্তন করতে চান তাহলে কিছু তথ্য জেনে নেওয়া যাক চলুন।

জাতীয় পরিচয়পত্র ঠিকানা বা ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম

আপনি যে উপজেলার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আপনি যে উপজেলায় স্থানান্তরিত হবেন সেই উপজেলার নির্বাচন অফিসে গিয়ে ভোটার এলাকা স্থানান্তর করার জন্য আবেদন করতে হবে। আবেদন ফরমের নাম ১৩ নং স্থানান্তর ফরম। ফরমটি অফিস থেকে সরবরাহ করা হয়ে থাকে, অফিসের সামনে ফটোকপির দোকানেও স্থানান্তর ফরম ১৩ পাওয়া যেতে পারে।

আবেদন ফরম পুরণ করার নিয়ম
স্থানান্তর ফরম ১৩  হাতে পাওয়ার পর প্রথমে ভালোভাবে পড়ে দেখবেন। ফরম পূরণ করা খুবই সহজ তাছাড়া ফরম পুরণের জন্য নিম্নে বর্ণিত পরামর্শগুলো অনুসরণ করতে পারেন। 

  • ফরমের ১ নং ক্রমিকে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে।
  • ফরমে ২ নং ক্রমিকে আবেদনকারীর এনআইডি কার্ড/ভোটার আইডি কার্ডের নম্বর লিখতে হবে।
  • ফরমের ৩ নং ক্রমিকে আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে।
  • ফরমের ৪ নং ক্রমিক আপনি যে এলাকায় ভোটার ছিলেন সেই এলাকার ঠিকানা লিখতে হবে। ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, উপজেলা/থানার নাম, জেলার নাম, গ্রাম/রাস্তার নাম ও নম্বর, বাসা/হোল্ডিং নম্বরসহ সবগুলো ফিল্ড পুরণ করবেন। তবে ভোটার নম্বর ও ভোটার এলাকার নম্বর যদি না জেনে থাকেন তাহলে লেখার দরকার নেই অথবা অফিস থেকে জেনে নিয়ে লিখতে পারেন। ভোটার এলাকার নাম এবং গ্রাম/রাস্তার নাম অধিকাংশ সময়ই একই হয়। ক্ষেত্র বিশেষ আংশিক বা সম্পূর্ণ আলাদা হতে পারে। তাই ভোটার এলাকার নামের স্থানে আপনার গ্রাম/রাস্তার নাম লিখে দিবেন।  
  • ফরমের ৫ নং ক্রমিকে আপনি যে ঠিকানায় ভোটার স্থানান্তর করাতে চাইছেন সেই এলাকার ঠিকানা লিখতে হবে। জেলার নাম, উপজেলার নাম, ইউনিয়ন/সিটি কর্পোরেশন/পৌরসভা/ক্যান্ট: বোর্ড এর মধ্যে যেটির আন্ডারে আপনি স্থানান্তর হবেন সেটিতে টিক চিহ্ন দিবেন এবং পাশে ইউনিয়ন/সিটি কর্পোরেশন/পৌরসভা/ক্যান্ট: বোর্ডের নাম লিখে দেবেন। তারপর আপনার ওয়ার্ড নম্বর, ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, গ্রাম/রাস্তার নাম ও নম্বর, বাসা/হোল্ডিং নম্বর, মোবাইল নম্বর, ডাকঘর এবং পোষ্ট কোড লিখে দেবেন
  • ভোটার এলাকার নাম ও গ্রামের নাম দুইটি আলাদা হতে পারে। আপনার সঠিক ভোটার এলাকা কোনটি না জানা থাকলে ওয়ার্ড মেম্বর বা এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকে আপনার সঠিক ভোটার এলাকা কোনটি নিশ্চিত হয়ে নিবেন। ভোটার এলাকা ভুল হলে বা ৫ নং ক্রমিকে বর্ণিত তথ্যাদি যদি ভুল লিপিবদ্ধ হয় তাহলে সমস্ত কষ্টই বৃথা হয়ে যাবে। কারণ আপনার ভোটার তথ্য ভুল ঠিকানায় স্থানান্তর হয়ে যাবে। তাই যতদূর সম্ভব সাবধানতার সাথে ৫ নং ক্রমিক পূরণ করবেন।
  • ফরমের ৬ নং ক্রমিকে বলা হয়েছে যে, ৫ নং ক্রমিকে বর্ণিত ঠিকানায় আপনি কতদিন যাবত বসবাস করছেন তা উল্লেখ করতে হবে। হতে পারে ৫নং ক্রমিকের ঠিকানা আপনার জন্মস্থান, হতে পারে ১ বছর বা ৩ বছর যাবত বসবাস করছেন (যার ক্ষেত্রে যেমনটি হবে তেমনটি লিখে দেবেন)।
  • ফরমের ৭ নং ক্রমিকে বলা হচ্ছে, আপনি কেন ভোটার এলাকা স্থানান্তর করবেন। হতে পারে বৈবাহিক সূত্রে স্বামীর ঠিকানায় বসবাস করছেন বিধায় ভোটার স্থানান্তর করতে চান, বা এটিই আপনার স্থায়ী ঠিকানা বিধায় আপনি স্থায়ী ঠিকানায় ভোটার স্থানান্তর করাতে চান ইত্যাদি (যার ক্ষেত্রে যেমনটি হবে তেমনটি লিখে দেবেন)।
  • ফরমের পেছনের পাতায় আবেদনকারীর স্বাক্ষরের স্থানে কেবলমাত্র আবেদনকারীই সই করতে পারবে এবং আবেদনকারীর এনআইডি কার্ডে/ভোটার আইডি কার্ডে ছবির নিচে যেমন করে স্বাক্ষর করা আছে ঠিক তেমন করেই স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর আলাদা হলে আবেদন বাতিল হতে পারে।
  • আবেদনকারীকে সনাক্তকারীর স্বাক্ষরের স্থানে অবশ্যই একজন জনপ্রতিনিধি দ্বারা স্বাক্ষর করাতে হবে। যে কেউ সনাক্তকারীর স্থানে স্বাক্ষর করলে আবেদন বাতিল হতে পারে। সনাক্তকারী অবশ্যই তার স্বাক্ষর করবেন, এনআইডি নম্বর লিখবেন ও সিল ব্যবহার করবেন।

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে

  • ফরমের ৮ নং ক্রমিকে প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে উল্লেখ আছে। যাবতীয় কাগজপত্র আপনি যে ঠিকানায় ভোটার স্থানান্তর করে আনতে চাইছেন সেই ঠিকানার হতে হবে। 
  • যদি ইউনিয়নের আওতায় হয় তাহলে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে। পৌরসভা হলে পৌর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র লাগবে। অর্থাৎ একজন জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র (যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য)।
  • বাড়ীর বিদ্যুৎ বিল/গ্যাস বিলের কপি (বাড়ীর যেকোনো একজন সদস্যের নামের বিল হলেই হবে)। 
  • চৌকিদারি ট্যাক্স রশিদ/ পৌর করের রশিদ/বাড়ী ভাড়ার রশিদ এর মধ্যে যার যেটি আছে সেটি জমা দিতে হবে। (বাড়ীর যেকোনো একজন সদস্যের নামের রশিদ হলেই হবে)। 
  • আবেদনকারীর এনআইডি কার্ড/ভোটার আইডি কার্ডের ফটোকপি।  
  • উল্লেখিত কাগজপত্র আবেদনের পেছনে পিন করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। অফিস থেকে আপনাকে আবেদনের নিচের যে অংশটি কেটে দেবে সেটি যত্ন করে রেখে দেবেন। পরেরবার অফিসে গেলে অবশ্যই আপনাকে দেওয়া স্লিপটি সঙ্গে নিয়ে যাবেন। যখনই আপনার আবেদনের কাজ শুরু হবে আপনার মোবাইলে ম্যাসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
  • প্রথম ম্যাসেজ পাওয়ার পরে আপনার কোনো কিছুই করণীয় নেই। যখন দ্বিতীয় ম্যাসেজ যাবে সেটি পড়ে দেখতে হবে। সেখানে আপনার আবেদন অনুমোদন হয়েছে নাকি বাতিল হয়েছে নাকি আরও কাগজপত্র লাগবে সে বিষয়টি উল্লেখ থাকবে। ম্যাসেজে আবেদন অনুমোদনের কথা বলা থাকলে বুঝবেন আপনার ভোটার এলাকা স্থানান্তর হয়ে গেছে তাই শুধু শুধু অফিসে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই ।

আর যদি এক থেকে দেড় মাসের মধ্যে কোনো ম্যাসেজ না আসে তাহলে স্লিপটি নিয়ে অবশ্যই উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন।

Link copied!