• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

পুরোনো প্যান্ট বিক্রি হলো কোটি টাকায়!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৫:৪৪ পিএম
পুরোনো প্যান্ট বিক্রি হলো কোটি টাকায়!

শখের জিনিস পুরোনো হলেও মূল্য অনেক। পুরোনো পোশাক শখের হলে বাদ দিতেই মায়া হয়। তবে কোটি টাকা খরচ করে কেউ কি পুরোনো পোশাক কিনকে হ্যাঁ কিনবে। যদি পোশাকটি স্পেশাল হয় তবে কোটি দামে কিনতেও আপত্তি নেই।

সম্প্রতি কোটি টাকায় বিক্রি হয়েছে পুরোনো একটি প্যান্ট। কারণ এটি ছিল বিশ্বের সবচেয়ে পুরোনো প্যানা যা নিলামে উঠেছে এবং ক্রেতারা প্যান্টটি কিনেছে ১ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকায়। বিবিসি জানায়, উত্তর ক্যারোলিনার উপকূলে ১৮৫৭ সালে একটি জাহাজ ডুবে যায়। এর কয়েক বছর পর সেই জাহাজ উদ্ধার হয়। উদ্ধারের পর একটি ট্রাঙ্ক পাওয়া যায়। সেই ট্রাঙ্কের ভেতরেই ছিল এই জিন্স প্যান্টটি।

হলবার্ড ওয়েস্টান আমেরিকান কালেকশনস-এর তথ্য অনুযায়ী, জিন্স প্যান্টটিতে পাঁচটি বোতাম রয়েছে। সাদা রঙের ওই জিন্স প্যান্টটি ২৭০টি গোল্ড রাশ-যুগের শিল্পকর্মের মধ্যে ছিল। রেনোতে সংপ্রতি এটি নিলামে তোলা হয় এবং প্রায় ১ মিলিয়ন ডলারে বিক্রি হয়।

আধুনিক যুগের নাম জিন্সের জনক নেভি সে। তার সঙ্গে দামি এই প্যান্টের কোনও সম্পর্ক রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। কারণ ইতিহাস বলছে, স্ট্রস ওই সময় শুষ্ক পণ্যের ধনী পাইকারি ব্যবসায়ী ছিলেন। এই প্যান্টটিভার আইকনিক জিন্সের প্রাথমিক সংস্করণ হতে পারে।

Link copied!