• ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

সবচেয়ে খাটো পুরুষের বিশ্বরেকর্ড, উচ্চতায় মাত্র ২ ফুট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৪:০৪ পিএম
সবচেয়ে খাটো পুরুষের বিশ্বরেকর্ড, উচ্চতায় মাত্র ২ ফুট

পৃথিবীতে কত ধরনেই মানুষই না জন্মে থাকে। শারীরিক, চারিত্রিক, গঠনগত বৈশিষ্ট্যের দিক থেকে একেকজন একেক রকম। জিনগত, খাদ্যাভ্যাস, আবহাওয়া, জলবায়ুর কারণে মানুষের গঠনে পরিবর্তন আসে। এর প্রভাব পড়ে গায়ের রং, উচ্চতা, দেহের গঠনে। উচ্চতার দিক থেকে অনেক দেশের মানুষ অধিকাংশই লম্বা হয়। আবার অনেকে দেশের মানুষ অধিকাংশ হয় খাটো বা মাঝারি গড়নের। এসবের ভিড়ে অস্বাভাবিক উচ্চতা নিয়ে জন্ম নেওয়া মানুষগুলো লাইমটাইটে চলে আসে। যেমনটা এসেছেন আফশিন ইসমায়েল।

ইরানের বাসিন্দা আফশিন ইসমায়েল।  বিশ্বের সবচেয়ে খাটো মানুষ তিনি। উচ্চতায় মাত্র ৬৫.২৪ সেমি বা ২ ফুট ১.৬ ইঞ্চি। দেহের অন্যান্য গঠন স্বাভাবিক থাকলেও উচ্চতায় তিনি আর বেড়ে উঠেননি। এই অস্বাভাবিক উচ্চতার জন্য তিনি রেকর্ড বুকে নাম তুলেছেন। বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মানুষ হিসাবে গিনেস বুকে নাম তুলে রেকর্ড করেছে আফশিন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান কাউন্টিতে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামে আফশিন  থাকেন। ২০ বছর বয়সী এই যুবক মা-বাবার সঙ্গেই থাকেন। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম বা ১.৫ পাউন্ড। এখন তার ওজন মাত্র সাড়ে ছয় কেজি বা ১৪.৩ পাইন্ড। তিনি ফার্সি উপভাষা কুর্দি এবং ফার্সি উভয় ভাষাযতেই কথা বলতে পারেন।

আফশিনের পরিবার জানায়, উত্তর ইরানে আফশিনের জীবন সহজ ছিল না। উচ্চতার কারণে স্কুলেও কখনও যেতে পারেননি। শুধু উচ্চতা নয়, শারীরিকভাবেও তিনি দুর্বল। তবে মানসিকভাবে তিনি পুরোপুরি সুস্থ। এটি কোনও রোগ কিনা তা জানেন না পরিবার। ছোটবেলায় আফশিনের কোনও চিকিৎসাও করাতে পারেননি তারা।

আফশিনের বয়স কুড়ি হলেও এখনও ছোটদের মতোই তার আচরণ। কার্টুন দেখে অবসর কাটান। ফুটবল তার ভীষণ প্রিয়। তার আচরণ সবাইকে মুগ্ধ করেছে।  শারীরিক অক্ষমতা থাকলেও সবার উপকারে এগিয়ে আসেন। তাই তো স্থানীয়দের প্রিয় তিনি। উচ্চতায় খুদে মানুষ হিসাবে বিশ্বরেকর্ড সবাইকে আনন্দ দিয়েছে। 

এর আগে এই রেকর্ড ছিল নেপালের খাপাঙ্গিরের। তার গড় উচ্চতা ৭৩.৪৩ সেমি বা ২ ফুট ৪.৯ ইঞ্চি।

Link copied!