• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পরবর্তী প্রযুক্তি বিপ্লবের সূচনা করবে স্মার্টগ্লাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৪:১৪ পিএম
পরবর্তী প্রযুক্তি বিপ্লবের সূচনা করবে স্মার্টগ্লাস
ছবি: সংগৃহীত

বাজারে আসার জন্য প্রস্তুত স্মার্টগ্লাস বা স্মার্টচশমা। আর এই স্মার্টগ্লাসই পরবর্তী প্রযুক্তি বিপ্লবের সূচনা করবে। দখল করে নিবে স্মার্টফোনের জায়গা। এমনটাই মনে করেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।

জাকারবার্গ বলেন, এটি পরবর্তী প্রযুক্তি বিপ্লবের সূচনা করবে। ‘এমন একটি সময় আসবে যখন আপনার স্মার্টফোনটি আপনার পকেটেই থাকবে এবং এর ব্যবহার খুব কম হবে। জায়গা দখল করবে স্মার্টগ্লাস বা স্মার্টচশমা।’ তিনি মনে করেন, এটি ২০৩০ সালের মধ্যে ঘটবে।

আমাদের জীবনে একসময় ঘড়ি ছিল খুবই প্রয়োজনীয়। এরপর প্রায় তিন দশক ধরে মোবাইল ফোন মানুষের একটি বড় জায়গা দখল করে নিল। এমনকি স্মার্টফোনের আগমন ছিল প্রযুক্তির জগতে একটি বড় বিপ্লব। এখন বাজারে আসার জন্য প্রস্তুত স্মার্টগ্লাস। আর এটিই পরবর্তী প্রযুক্তি বিপ্লবের সূচনা করবে।

জাকারবার্গের মতে, স্মার্টচশমা প্রযুক্তির জগতকে একটি নতুন দিক থেকে দেখাতে শুরু করবে মানুষকে।  এটি আরও সহজ, ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক হবে। এবং এটিই পরবর্তী বড় কম্পিউটিং প্ল্যাটফর্ম।‍‍`

স্মার্টগ্লাস নিয়ে অ্যাপলের ভিশন প্রো এবং মেটা ছাড়াও আরও অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলো স্মার্টচশমা তৈরির কাজ শুরু করেছে এবং তারা বাজারে প্রবেশের জন্য প্রস্তুত।

স্মার্টগ্লাস বা স্মার্টচশমা আমাদের দৈনন্দিন কাজগুলো সহজ এবং দ্রুতভাবে করতে সাহায্য করবে। ইন্টারনেট ব্রাউজিং, কল করা, মেসেজ পাঠানো, এবং অন্যান্য সাধারণ কাজগুলো সরাসরি আপনার চোখের সামনে আসবে এবং আপনি সেগুলো হাত নাড়িয়েই করতে পারবেন।

Link copied!