হেমন্তের হাত ধরেই ঢুকে যাচ্ছে শীতের ঠান্ডা বাতাস। খুব হালকা হলেও টের পাওয়া যাচ্ছে ত্বকে রুক্ষতা। আর ঠিক এ সময় থেকেই নিতে হবে ত্বকের অতিরিক্ত যত্ন। শুধু মেকআপ করলেই হবে না।
ত্বক বিশেষজ্ঞরা বলছেন, মুখের এ ধরনের সমস্যা কমাতে পারে ভিটামিন সি সিরাম। আজকাল বড় বড় শপিং মলে তো পাওয়া যায়ই, এ ছাড়া প্রসাধনীর পণ্যের দোকানে পাওয়া যাচ্ছে নানা ধরনের সিরাম।
কিন্তু তাতে মিশে থাকে নানা রাসায়নিক। তা থেকে ত্বকের ক্ষতি হতে পারে। তবে সঠিক পদ্ধতি জানা থাকলে বাড়িতেও বানানো যায় ভিটামিন সি সিরাম।
ভিটামিন সি সিরাম তৈরি করবেন যেভাবে
একটি কাচের বাটিতে ১ চা-চামচ গোলাপ জলের সঙ্গে ১/৪ চামচ ভিটামিন সি পাউডার মিশিয়ে নিন। এর মধ্যে দিয়ে দিন ১ চা চামচ গ্লিসারিন মেশান।
এবার পুরো মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে তার মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন। যাদের ত্বক সংবেদনশীল, তারা খুব অল্প পরিমাণে ভিটামিন সি পাউডার ব্যবহার করবেন। প্রয়োজনে মুখে ব্যবহার করার ২৪ ঘণ্টা আগে ত্বকের নির্দিষ্ট একটি অংশে প্যাচ টেস্ট করে দেখে নেবেন।