• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শক নিহত


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৫:৫৮ পিএম
ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শক নিহত
সাইফুল ইসলাম।

গোপালগঞ্জ সদরে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম নামের পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে সদর উপজেলার টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কের ভেড়ারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ফরিদপুরের সালথা থানার নকুল হাটি গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, অফিশিয়াল কাজ শেষে দুপুরে বাসায় যাচ্ছিলেন সাইফুল ইসলাম। এ সময় সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় নিহত হন তিনি।

Link copied!