ঠোঁট রাঙাতে লিপস্টিকের ব্যবহার বহু প্রাচীন। সময়ের সঙ্গে সঙ্গে এতে এসেছে রঙের বিভিন্নতা। একেক জন একেক রঙের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙাতে ভালোবাসে। কেউ বা লাল। কেউবা গোলাপি রঙের বা এ ধরনের শেডের লিপস্টিক লাগায়। তবে ঠোঁটের একেক রং মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় বলে ধারণা বিশেষজ্ঞদের।
- অনেকে লাল রঙের লিপস্টিক পরতে পছন্দ করেন। লাল রঙে দেখতে বেশ ভালো লাগে তাদের। বিশেষজ্ঞদের মতে, যারা লাল পরতে পছন্দ করেন, তারা স্বাধীনচেতা ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। এ ছাড়া অন্যদের তুলনায় অনেক বেশি উদ্যম থাকেন তারা।
- কোমল এবং মিষ্টি স্বভাবের মেয়েরা সাহধারণত গোলাপী রঙের লিপস্টিক পরতে ভালোবাসে। তাদের ক্ষেত্রে দেখা যায়, তারা দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়ে। অল্পতেই তাদের চোখ বেয়ে পানি পড়ে।
- চ্যালেঞ্জ নেওয়ার সাহস যাদের তাদের সাধারণত বাদামি রঙের লিপস্টিকেই দেখা যায়। এ ধরণের নারীরা স্রোতের বিপরীতেই হাঁটতে ভালোবাসেন।
- অনেকেই একটু শান্তিতে থাকতে চায়। শান্তি প্রিয় মানুষ সমাজে বেশ দেখা যায়। আবার কেউ কেউ নিজের সৌন্দর্য চর্চায় বেশ সচেতন থাকে। এ ধরণের মানুষরাই ন্যুড শেডের লিপস্টিক পরেন।